নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশ নিহত
প্রকাশিত : ১৬:৩৭, ১৪ জুন ২০২২ | আপডেট: ১৬:৩৯, ১৪ জুন ২০২২
				
					নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। নিহতের নাম হাবিবুর রহমান (৫৮)। সোমবার দুপুরে উপজেলার রামশার কাজীপুর গ্রামে তার নিজবাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত গ্রাম পুলিশ হাবিবুর রহমান রামশার কাজীপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে এবং উপজেলার বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ২নং সমসখলসী ওয়ার্ডের নিয়োজিত গ্রাম পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ির শয়ন ঘরে বিদ্যুতের সুই দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান শাজাহান আলী এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  
কেআই//
 
আরও পড়ুন
				        
				    









